ছাত্র ছাত্রী না এবারে মোমো চ্যালেঞ্জের শিকার স্কুল শিক্ষক


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
514

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর:  আবারো মোমো গেমের আতঙ্ক এবার উত্তর দিনাজপুর জেলার  ইসলামপুর  শহরের শান্তি নগর কলোনীতে।পেশায়  স্কুল শিক্ষক পুরন চন্দ্র পাল তার মোবাইলে মোবাইলে Whatsapp এ মোমো গেম খেলার ম্যেসেজ দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে শিক্ষক  ও তার  বাড়ির লোকেরা। তিনি বিষয়টি লিখিত ভাবে ইসলামপুর থানায় জানিয়েছেন।

উল্লেখ্য বেশ কিছু দিন ধরে মোমো গেম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা রাজ্য জুড়ে। কয়েক দিন আগে এক কিশোরের মোমো গেম খেলা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছি কালিয়াগঞ্জে। তার রেশ কাটতে না কাটতে এবারে  আবার মোমো গেমের আতঙ্ক ছড়িয়েছে ইসলামপুরের এক শিক্ষকের মোবাইলে।তিনি জানান তার মোবাইলে ম্যাসেজ আসে এবং তাকে  মোমো গেম খেলার চ্যালেঞ্জ নিতে বলে এক বিদঘুটে মুখযুক্তা এক মহিলা। শিক্ষক জানান তিনি আগেই মোমো গেম সম্পর্কে সচেতন থাকায় সেই মহিলার কথায় রাজি হননি।এবং মোমো গেম না খেলে তিনি বিষয়টি পুলিশে ডাইরি করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট