জেলবন্দীদের হাতে তৈরী সামগ্রী মিলবে পাটুলি ভাসমান বাজারে


বুধবার,২৯/০৮/২০১৮
679

বাংলা এক্সপ্রেস---

কলকাতা : পাটুলি ভাসমান বাজার এখন শুধু একটা ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত নয়, শহরের অন্যতম দর্শনীয় স্থানেও পরিনত হয়েছে।বিভিন্ন জায়গা থেকে মানুষ এই এলাকায় এলে একবারের জন্য দেখে যান সৌন্দর্যপূর্ণ এই বাজার। জলের ওপর রঙবেরঙ-এর ডিঙি নৌকায় পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দারা ছাড়াও বহু মানুষ বাজার দেখতে এসে কেনা কাটাও সেরে নেন। এবার এই ভাসমান বাজারের আর্ষন আরও বাড়িয়ে তুলছে জেলবন্দীদের হাতে তৈরী বিভিন্ন সামগ্রী। এখন থেকে এখানেও তা মিলবে। বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম সূচনা করলেন পাটুলি ভাসমান বাজারে দমদম ও প্রেসিডেন্সি জেলের আবাসিক বন্দিদের দ্বারা নির্মিত পাটের সামগ্রী বিক্রয় কেন্দ্রের। প্রথম দিন থেকেই ক্রেতাদের মধ্যে এই সামগ্রী কিনতে সাড়া পড়ে যায়।

https://youtu.be/8K6QjRlhees

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট