কলকাতা: স্বামী বিবেকানন্দের শিকাগো সম্মেলনের ঐতিহাসিক বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ও রামকৃষ্ণ মঠ ও মিশন যৌথভাবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ রাজ্যে ” সম্প্রীতি সপ্তাহ ” হিসেবে উদযাপন করার ঘোষণা করেছে । এর পাশাপাশি এই উপলক্ষে সারা রাজ্য জুড়ে গত ২০ আগস্ট থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার উপর পোস্টার অঙ্কন, বিতর্ক, কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা চলছে । রাজ্য শিক্ষা দপ্তরও শিকাগো সম্মেলনের ১২৫ বছর উদযাপন করার জন্য স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে ।
স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তিতে “সম্প্রীতি সপ্তাহ” উদযাপন রাজ্যে
বুধবার,২৯/০৮/২০১৮
1077
হাবিব উল ইসলাম---