এবার মোমো গেমের আতঙ্ক হাওড়ার বাগনানে


বুধবার,২৯/০৮/২০১৮
717

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: আজ সকাল ৮.০৫ টা নাগাদ হাওড়ার বাগনান থানার দেউলটি ম্যানলোক গ্রামের কলেজ ছাত্র শেখর মূখ্যাজী হোয়াটস আপ থেকে একটি মেসেজ পান। সেই মেসেজে শেখরকে মোমো গেম খেলার আহ্বান জানানো হয়। চাওয়া হয় শেখরের ছবি ও ঠিকানার প্রমান পত্র হিসাবে আধার কার্ডের ছবি চাওয়া হয়। কিন্তু শেখর তা দিতে রাজি না হওয়ার তার সমস্ত প্রোফাইল জঙ্গী হিসাবে তাকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়, এই ঘটনায় আতংকিত হয়ে পড়েন ওই কলেজ ছাত্র, পুরো ঘটনা তার পরিবারকে জানান শেখর। বিষয়টি জানিয়ে শেখর বাগনান থানায় অভিযোগ করেন, তবে এখন ও মোমো গেমের আতংক এখন তাড়া করে বেড়াচ্ছে ওই যুবকককে।

https://youtu.be/HRIUP_Tlq_c

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট