কলকাতা: মোমো এবার কলকাতায়। তার কঠিন শর্তের চ্যালেঞ্জ নিয়ে হাজির হরিদেবপুর থানার কবরডাঙ্গার বাসিন্দা এক যুবকের স্মার্ট মোবাইলে। যার জেরে চরম আতঙ্কিত হয় যুবক। এমন পরিস্থিতি খাওয়া নাওয়া বন্ধ হওয়ার জোগাড়।পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার বিবরনে জানা গিয়েছে, মোমো গেমের আতঙ্ক এবার কলকাতার হরিদেবপুরে। শুভজিত দলুই নামে এক যুবক কাজ করে একটি বেসরকারি সংস্থায় ।
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তার কাছে Whatsapp এ একটি মেসেজ আসে গেম খেলার জন্য। তখন সে ভাবে তার কোন বন্ধু তার সঙ্গে মজা করছে তাই সে বেশ কিছু মেসেজ সেই নাম্বারের সঙ্গে আদান প্রদান করে। ওই যুবককে অপর প্রান্ত থেকে মোমো তাকে মেসেজে জানায়, এই গেমটা খেলার জন্য সে কুড়ি হাজার ডলার পাবে। বন্ধুর ইয়ার্কি ভেবে শুভজিত পাল্টা জবাব দেয়। মেসেজ করে ” only?” জবাব আসে এক একটা চ্যালেঞ্জ পার করলে বাড়বে টাকার অঙ্ক। তারপর সেই Whatsapp থেকে তাকে তার বাড়ির লোকেশন হরিদেবপুর থানার কবরডাঙ্গা এলাকায় বলা হয়। তখন ভয় পেয়ে যায় ওই যুবক। সেই অবস্থায় সে কি করবে ভেবে পায় না, সে বুঝতে পারে এই এসএমএসটা তার কোন বন্ধু নয় মোমো থেকেই পাঠানো হয়েছে। এরপর সে হরিদেবপুর থানায় একটি অভিযোগ জানায়। তদন্তে হরিদেবপুর থানার পুলিশ।
Lymio men jackets || bomber jacket for men || Lightweight Outwear Sportswear Bomber Jacket (J4-6)
Now retrieving the price.
(as of রবিবার,১৭/১১/২০২৪ ১৬:৩৯ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)