উত্তর দিনাজপুর: হাসপাতালের নিরাপত্তারক্ষী ও রোগীর পরিবারের মধ্যে হাতাহাতির জেরে উত্তেজনা ছড়াল ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১২ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকেরা।
সোমবার রাত ১০ টা নাগাদ হবিবুর রহমান নামে এক ব্যাক্তি তার প্রসূতি মেয়ের সন্তান প্রসবের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যায় সন্ধ্যা ৬টাতেই। বিশেষ করে প্রসূতী বিভাগে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকে। অভিযোগ, হবিবুর রহমান ও তার জামাই রাত ১১ টার সময় জোর করে প্রসূতি বিভাগে প্রবেশ করতে চায়। প্রসূতি বিভাগের গেটে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত নিরাপত্তারক্ষীর সাথে তাদের প্রথমে বচসা বাধে। অভিযোগ বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী জড়ো হয়ে তাদের টেনে ভেতরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। যদিও মারধর করার অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। তাদের পালটা অভিযোগ, ওই প্রসূতির পরিবারের লোকেরা তাদের মারধর ও গালাগাল করে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পরে।ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।