উলুবেড়িয়ার পারিজাতে শিশু আলায় মুক্ত আবাস


মঙ্গলবার,২৮/০৮/২০১৮
613

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার উলুবেড়িয়া থানার পারিজাত মোড়ে। ২৫ ওয়ার্ডে এ আমতার খড়দহ পাবলিক কালচারাল এ‍্যাসোসিএশনের পরিচালনায়। শিশু ও নারী কল‍্যান দপ্তরের আর্থিক সহায়তায় ২৫ টি শিশু, যাদের বয়স ৬-১৮ বালক। এদের নিবাস উলুবেড়িয়া, ফুলেশ্বর , চেঙ্গাইল স্টেশন সঙ্গল্ন এলাকায়। এই আবাসের শিশু দের বিশেষ পদ্ধতিতে শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, আবৃত্তি, অঙ্কন,নাচ ,গান , যোগব্যায়াম, ধর্ম চর্চা ও প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো হয়। সমাজের মুল শ্রোতে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে কর্মী দল।

সম্পাদক সেখ আব্দুল মাতিন জানালেন আমাদের সংস্হা ১৯৯০ সালের ২ অক্টোবর থেকে হাওড়া সহ রাজ‍্যের বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন, শিক্ষা ও স্বাস্থ্য , সেবা কর্মে নিয়োজিত আছে । গত ২৭ জুন থেকে আবাস চালু হয়েছে। আবাসের প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রসেনজিৎ খাটুয়া জানান আমাদের কর্মী সাথীরা নিপুণ ভাবে নিজ পুত্র সন্তানের ন‍্যায় লালন-পালন করে চলেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট