ঝাড়গ্রামে তৃণমূল নেতা খুনের কিনারা করতে নামানো হল পুলিশ কুকুর


মঙ্গলবার,২৮/০৮/২০১৮
499

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে তৃণমূল নেতা খুনের কিনারা করতে ঝাড়গ্রাম জেলা পুলিশ পুলিশ কুকুর নামালো । সকালে জমি কাজ করতে গিয়ে দেখতে পায় এলাকাবাসী একজনের খত বিক্ষত দেহ দেখতে পায় পুলিশ গিয়ে শনাক্ত করে গতকাল থেকে নিখোঁজ তৃণমূল নেতা চন্দন ষড়ঙ্গীর দেহ বলে।  পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় ।
ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকেরা ।  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেl তদন্তের স্বার্থে আনা হয় পুলিশ কুকুর রুবি কে ।  ঘটনাস্হলে পৌঁছায় ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠৌর , অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজীত মাহাত, এসডিপিও দীপক সরকার, ঝাড়গ্রাম থানার আই.সি।

পুলিশ কুকুর কে আনার পর ঘটনাস্হল থেকে পাওয়া চন্দন বাবুর চটি,ব্যাগ, ও অনান্য সামগ্রী শুঁকিয়ে ছেড়ে দেওয়া হয় ।  পুলিশ কুকুর হত্যাকারীদের রুট টি চিহ্নিত করে অর্থাৎ কোন পথে এসে ছিল কোন পথে গেছে । কিন্তু ঘটনা স্হলে হত্যাকারী দের কোন জিনিস পড়ে না থাকায় আর কিছু শনাক্ত করতে পারেনি । তবে হত্যাকারী দের রুট চিহ্নিত করার ফলে কিছুটা সুবিধা হয়েছে বলে আশা করছে জেলা পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট