জানিস না


সোমবার,২৭/০৮/২০১৮
1687

রাজদীপ মিস্ত্রি---

জানিস না

এ জানিস এখন আমি ভালো হয়ে গেছি!
নিজের কাজ নিজে করতে শিখে নিয়েছি.
এ জানিস এখন আমি আর রাত জাগি না!
তোর কথাতো এখন আর একটুও ভাবি না !! …
এ জানিস এখন আমি একটু অভিনয় করতে পারি !….
দেখলি তো কেমন করে দিলাম আড়ি !
এ জানিস এখন আমি রোজ সকালে উঠি ..
অ্যালার্ম ক্লক তাকে দিয়েছি এখন ছুটি..
এ জানিস এখন আমি সবার কাছে ভালো..
আগের মতো নেই যে আর অগোছালো …
কিন্তু জানিস না তুই শুধুই ভিতর টাকে!!
চিনেছিস শুধু মুখশ টাকে !!
সেই যে আবার ভালো ছেলে হয়েই থাকলাম …
আজ না হয় তোকে দূর থেকেই ভালোবাসলাম …..

রাজদীপ মিস্ত্রি

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট