বহরমপুরঃ বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগীতা শুরু হয় মুর্শিদাবাদে। এবারে ৭৫তম বর্ষে পদার্পন করে এই সাঁতার প্রতিযোগীতা। ৮১কিমি সাঁতার প্রতিযোগীতায় প্রতিযোগীরা রবিবার ভোর ৫টায় সুতি থানার আহিরন ঘাট থেকে গঙ্গা বক্ষে ঝাঁপ দেয়। অন্যদিকে ১৯কিমি সাঁতার প্রতিযোগীতায় প্রতিযোগীরা জিয়াগঞ্জ সদর ঘাট থেকে বেলা ২টো গঙ্গা বক্ষে ঝাঁপিয়ে পড়ে। এদিন বিকেলে গোরাবাজার উমাসুন্দরী ঘাটে শেষ হয় এই প্রতিযোগীতা। ৮১কিমি সাঁতার প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের অপূর্ব সাহা। অপূর্ব সাহার বাড়ি হুগলী জেলায়। দ্বিতীয় স্থান অধিকার করে স্পেনের জোস লুইস লরোসা। তৃতীয় স্থান অধিকারী করে বহরমপুরের ছেলে বিশ্বনাথ অধিকারী।
অন্যদিকে ১৯কিমি সাঁতার প্রতিযোগীতায় পুরুষ বিভাগে প্রথম হয় বর্ধমানের ছেলে প্রত্যয় ভট্টাচার্য্য। দ্বিতীয় স্থান অধিকার করে ত্রিপুরার ছেলে নেগবার হোসেন পোদ্দার এবং তৃতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ থেকে আদ্রি শর্মা। অপরদিকে ১৯কিমি মহিলা বিভাগে প্রথম হয় পশ্চিমঙ্গের সৃষ্টি উপাধ্যায়। দ্বিতীয় বাংলাদেশের মেয়ে সোনিয়া আকতার। এবং তৃতীয় স্থান পায় মহারাষ্ট্রের মেয়ে সাক্ষী সতিশ নায়ক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী। বিজেতাদের হাতে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে রবিবার সন্ধায় প্রাইজ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাবের সেক্রেটারী দেবেন্দ্রনাথ দাস। উপস্থিত থাকবেন জেলার আধিকারীকগন সহ বিশিষ্ট ব্যাক্তিরা।