হুগলি: তিনদিনের কালেকশান বলাগড় স্টেট ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন কোলড়া পেট্রল পাম্পের ম্যানেজার বিকাশ দাস। বলাগড় মোরের কাছে তার সাইকেল আটকায় চার দুষ্কৃতি। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে না চাওয়ায় গুলি চালায় দুষ্কৃতিরা। হাতে গুলি লাগে বিকাশ বাবুর। টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। বিকাশ বাবুকে উদ্ধার করে জিরাট আমদপুর প্রথমিক স্বাস্থ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ।ছিনতাই এর পর দুষ্কৃতিরা কালনার দিকে পালিয়ে যায়।দশ থেকে বারো লাখ টাকা ছিল বলে জানা গেছে।
টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতিরা
সোমবার,২৭/০৮/২০১৮
494
সুমন করাতি---