মনে পড়ে


সোমবার,২৭/০৮/২০১৮
1936

রাজদীপ মিস্ত্রি---

মনে পড়ে

শোন না কিছু কথা বলার ছিল তোকে…
আজও কবিতা লিখি জীবন ঝুঁকির ফাঁকে .
মনে পড়ে…তোর সেই ঠান্ডা বাতাস নীল আকাশের কথা ?
পাশে বসে দুজন দুজনের হাত জড়িয়ে থাকা..
মনে পড়ে… তোর সেই স্কুল পালানোর কথা ?
ঝালমুড়ির লাইন এ দাঁড়িয়ে থাকা ..
মনে পড়ে…তোর সেই পার্কে বসে থাকা ?
একে ওপরের কত গল্পকথা ..
মনে পড়ে…তোর সেই রাত জেগে ফোনএ বকবকের কথা ?
এই তুই খেয়েছিস এসবি বলতে থাকা..
মনে পড়ে..তোর সেই বৃষ্টি ভেজার কথা?
ঠান্ডা লাগা প্রচুর মাথা বেথা….
মনে পড়ে….তোর সেই বাবার বকুনির কথা?
ধুর পাগলী কাঁদছিস কোনো তুই কি আছিস একা..
কই এখন তো সবকিছুই সাদা !
জীবন যেন নতুন কোনো পাতা .
যেকোন তুই দাগ গুলো ভালোই মুছতে পারিস !!
কখনো সময় পেলে একটু একটু কাঁদিস …..

রাজদীপ মিস্ত্রি

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট