সামসেরগঞ্জঃ সোমবার দুপুরে সামশেগঞ্জ থানার মহেসাস্থলি এলাকা থেকে ৭০ টি তাজা বোমা উদ্ধার করে পুলিস। স্থানীয়দের দাবি আগামি ২ দিন পর দোগাছি পঞ্চায়েতর বোর্ড গঠন হবে, তাই দুস্কৃতিরা আগাম বোমাগুলি জোগাড় করে রেখেছে এলাকায় গন্ডগোল করার জন্য। এদিন দুপুরে এলাকার বাসিন্দারা দেখতে পায় সংঙ্কর এলাকার আমবাগানের ভিতরে কয়েকটি ড্রামে বোমা রাখা রয়েছে। তারা পুলিসে খবর দিলে সামসেরগঞ্জ থানার পুলিস এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুলিস উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য চেষ্ট করছে। তবে কে বা কারা এই বোমগুলি মজুত করেছিলো এবং কেনই বা বোমাগুলি মজুত করা হয়েছিল তা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
সামশেগঞ্জ থানার মহেসাস্থলি এলাকা থেকে উদ্ধার ৭০ টি তাজা বোমা
সোমবার,২৭/০৮/২০১৮
551
বাংলা এক্সপ্রেস---