হাওড়া: আজ দুপুর আড়াইটে নাগাদ বালি ব্রিজ থেকে বছর চল্লিশেক বিধবা মহিলা ব্রিজ থেকে রেলিং এ উঠে ঝাঁপ মারার চেষ্টা করে । এই সময় দুই পথচারী দেখতে পেয়ে ধরে ফেলে । বিধবা মহিলা ব্রীজের রেলিং এ উঠে ঝাঁপ মারার সময় মুহূর্তে পথচারীরা বুঝতে পেরে যায় । উঠতে গিয়ে ধরে ফেলে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে । বালি থানায় নিয়ে আসা হয়েছে । মহিলা কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার একটি মেয়ে আছে স্বামী মারা গেছে ।রঞ্জিত সেনগুপ্ত তদন্ত করে দেখছে বালি থানার পুলিশ মহিলা এখন আচ্ছন্ন অবস্থায় আছেন, কিছু বলতে পারছে না । মহিলার নাম রিনা সেন গুপ্ত বছর ৪০ ।কি কারনে এই আত্মঘাতী হওয়ার চেষ্টা পুলিশ খতিয়ে দেখছে ।
বালি ব্রিজ থেকে বছর চল্লিশেক বিধবা মহিলা ব্রিজ থেকে রেলিং এ উঠে ঝাঁপ মারার চেষ্টা
সোমবার,২৭/০৮/২০১৮
447
বাংলা এক্সপ্রেস---