পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তি রুখতে মন্ত্রীদের এলাকায় সময় দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর


সোমবার,২৭/০৮/২০১৮
606

বাংলা এক্সপ্রেস---

নবান্ন: পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষনার পর জেলায় জেলায় আটকে থাকা গ্রাম পঞ্চায়েত গুলিতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।আর এই বোর্ড গঠন নিয়ে প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে অশান্তি। এধরনের অশান্তির ঘটনা একবারেই বরদাস্ত করতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হয়।এদিনের বৈঠকে এই বিষয়টি উঠে আসে।রাজ্যের মন্ত্রীদের এলাকায় সময় দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না ছড়ায় মন্ত্রীদের সেদিকে নজর রাখতে বললেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় যে অশান্তির খবর আসছে তাতে ক্ষুব্ধ মুখ‍্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে মন্ত্রীদের নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পপাশাপাশি সরকার পোশিত বিশ্ববিদ্যালয় গুলিতে রেজিস্টারদের অবসরের বয়সসীমা বাড়ানো হল আরো ২ বছর। ৬০ থেকে করা হল ৬২ বছর। মন্ত্রীসভার বৈঠকে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট