বাংলার প্রাক্তন ক্রিকেটার গোপাল বসুর প্রয়ানে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া। বাংলার রঞ্জি দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। ইংল্যান্ড এর বার্মিংহ্যামে আজ রয়েছে তার মরদেহ। দীর্ঘদিন ধরে তিনি জড়িয়ে ছিলেন ক্রিকেট এর সাথে। এই ঘটনায় শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া। আজ রবিবার ভোরে বার্মিং হোমের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্দ্রপতন বাংলার ক্রিকেট মহলে। যদিও সকাল থেকেই শোকবার্তা জানিয়েছেন অনেক ক্রিকেটার। এদিন সম্বরন বন্দোপাধ্যায় জানান তিনি বাংলার একজন কিংবদন্তি ক্রিকেটার। তিনি তার খুব কাছের মানুষ ছিলেন।তিনি রীতিমতো হতাশ এই খবর শুনে।নতুন তারকা ক্রিকেটার এর মধ্যে অনেকে শোকবার্তা জানান এই দিন।ক্রিকেটার রনদেব বসু জানান আমি একজন অভিভাবক কে হারালাম। তিনি আমাকে নানান পরামর্শ ও উপদেশ দিতেন।এই প্রাক্তন ক্রিকেটার এর মরদেহ রয়েছে ইংল্যান্ড। শেষ পাওয়া খবর অনুযায়ী বিদেশের মাটিতেই হবে শেষকৃত্য।এদিন বি সি সি আই এর তরফ থেকে প্রাক্তন ক্রিকেটার কে শ্রদ্ধা জানান।বাংলার এক জুগের অবসান। অধিনায়ক হিসাবে দীর্ঘ দিন ময়দানে ছিলেন তিনি। সব মিলিয়ে বলা গোপাল হারা বাংলা ক্রিকেট!!
বাংলা ক্রিকেটে ইন্দ্রপতন শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া
সোমবার,২৭/০৮/২০১৮
866
বাংলা এক্সপ্রেস---