কলকাতা: আগামী ২৯ আগষ্ট শ্রমদপ্তর অভিযানের ডাক দিল সিটু। রাজ্যের সব অংশের শ্রমজীবী মানুষের দাবি আদায়ের দাবিতে এই কর্মসূচি বলে জানান সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু। সোমবার শ্রমিক ভবনে তিনি বলেন, সরকারকে শ্রমিক স্বার্থে কাজ করতে বাধ্য করার উদ্দেশ্য নিয়েই তাদের এই কর্মসূচি।গোটা রাজ্য থেকে ৩০-৪০ হাজার শ্রমিক ওই শহরে দাবি জানাতে আসবেন বলে জানান তিনি। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী বলেন, ওই দিন তারা শ্রম দপ্তরে গিয়েই কর্মসূচি শেষ করবে।এই বিশাল সংখ্যক মানুষ আইন না ভেঙে কোন পথে শ্রম দফতরে পৌঁছবে তা ঠিক করতে হবে প্রশাসনকেই।
আশা কর্মী বা আই সি ডি এস কর্মীদের বেতন কেন এত কম তা নিয়ে প্রশ্ন তোলেন অনাদি সাহু।তাঁর অভিযোগ মন্ত্রীদের ভাতা বাড়ে কিন্তু অবহেলিত থেকে যায় আশা কর্মীরা।
রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারই শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে উদাসিন রয়েছে বলে এদিন অভিযোগ করেন সিটু নেতারা। বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি মা মাটি মানুষ এর সরকার কেন রক্ষা করল না তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন সিটু নেতারা।