প্রেম সম্পর্কে না মানায় আত্মঘাতী যুবক যুবতী


সোমবার,২৭/০৮/২০১৮
674

বাংলা এক্সপ্রেস---

কালিয়াগঞ্জ : এক যুবক ও যুবতীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন ফতেপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা ফতেপুর হাইস্কুলের পাশে শ্রীমতি নদীর পাড়ে ওই দুইজনের মৃতদেহ দেখতে পায়।বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যেভাবে মৃতদেহ দুটি পরে ছিল তাতে প্রথম দিকে এলাকাবাসী মনে করে নির্জন যায়গায় শুয়ে আছে ওই দুইজন। কিন্তু কৌতুহলী মানুষ সামনে গেলে দেখতে পায় দুজনের দেহ নিথর মুখ দিয়ে ফেনা বেড়িয়ে আছে। নিজেদের বাড়ির ঠিকানাও কাগজে লিখে পাশেই রেখে দিয়েছিল তারা। মৃত যুবতীর নাম কল্পনা সরকার, সে MA ২য় বর্ষের ছাত্রী ছিল৷

মৃত যুবক সুবল সরকার বিভিন্ন হাটে মশলা বিক্রির ব্যবসা করতেন।দুই জনের বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চাপড়া গ্রামে।প্রাথমিক ভাবে যানা গেছে তারা সম্পর্কে আত্মীয় হয় । তাদের মৃতদেহের পাশ থেকে মিষ্টি সহ বিভিন্ন ধরনের খাবার ও বিষ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় । প্রাথমিক ভাবে পুলিশ ও স্থানীয় বাসিদের অনুমান প্রনয় ঘটিত কারনেই আত্মহত্যা করেছে ওই যুগল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট