কলকাতা: কেরালার বন্যাদুর্গতদের জন্য অর্থ সংগ্রহ অভিযানে শনিবার পথে নামলেন সিপিএমের শীর্ষ নেতারা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এদিন বিকালে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য মিশ্র সদলবলে পথে নামেন। দোকানে দোকানে গিয়ে অর্থ সংগ্রহ করেন তিনি। এন্টালি তে এদিন অর্থ সংগ্রহ হয় রবীন দেবের নেতৃত্বে। লেক মার্কেট এলাকায় অর্থ সংগ্রহে নামেন বিমান বসু। সি পি আই (এম) কলকাতা জেলার ডাকে এই অর্থ সংগ্রহ হয়।সংগৃহীত অর্থ পাঠানো হবে কেরলে বন্যাদুর্গতদের ত্রানের জন্য।
কেরলের বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে অর্থ সংগ্রহে সিপিএম
সোমবার,২৭/০৮/২০১৮
692
বাংলা এক্সপ্রেস---