ট্রেনে ভাঙ্গচুর ও যাত্রী বিক্ষোভের পর দীর্ঘ ১ ঘন্টা দেরীতে ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস


সোমবার,২৭/০৮/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---

ইসলামপুর: ট্রেনে ভাঙ্গচুর ও যাত্রী বিক্ষোভের পর দীর্ঘ ১ ঘন্টা দেরীতে ইসলামপুরের আলুয়াবাড়ি জংশন ছাড়লো ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস৷ ট্রেনের নির্দিষ্ট একটি জেনারেল কম্পার্টমেন্টে মাল স্টেশন থেকেই গেট লক করাছিল বলে অভিযোগ যাত্রীদের। আলুয়াবাড়ি জংশনে ট্রেন এমনিতেই প্রায় ঘন্টাখানেক দেরীতে ঢোকে। কিন্তু বিভিন্ন জেনারেল কম্পার্টমেন্টে গাদাগাদি ভীর থাকা সত্বেও একটি নির্দিষ্ট জেনারেল কম্পার্টমেন্টের গেট ভেতর থেকেই লক ছিল বলে অভিযোগ৷ যদিও সেই কম্পার্টমেন্টে যাত্রী অনেক কম ছিল অন্যান্য জেনারেল কম্পার্টমেন্ট এর তুলনায়। কিন্তু বারংবার নিত্যযাত্রীরা গেটের লক খোলার অনুরোধ করলেও জুটেছে কেবল গালিগালাজ ও কটু কথা।

ভেতরের যাত্রীরা কখনও ইনকিলাব জিন্দাবাদ আবার কখোনও টিএমসিপি জিন্দাবাদ বলে যাত্রীদের প্রভাবিত করবার চেষ্টা করে গেছে বলেও অভিযোগ। কিন্তু ট্রেন ইসলামপুরের আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে আসতেই নিত্য যাত্রী বিক্ষোভ চরমে ওঠে। যাত্রীরা ট্রেনটির সেই নির্দিষ্ট কম্পার্টমেন্টের ভাঙচুর চালায়। খবর পেয়ে ছুটে আসে আরপিএফ ও জিআরপি৷ প্রায় আরও ঘন্টাখানেক ট্রেন ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে গেম গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাজনৈতিক দলের নামে ট্রেনের জেলারেল কম্পার্টমেন্ট দখলের নিন্দা করেছেন প্রায় সকলেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট