কলকাতা: সোমবার ভোরে কেষ্টপুরের একটি আইসক্রিম কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রথমে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের।তাদের চিৎকারে ঘুম ভেঙে যায় এলাকায়। ছুটে আসেন এলাকার অন্যন্যরাও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীও। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, কেষ্টপুরে কোয়ালিটি আইসক্রিম এর গোডাউন এ আগুন লাগে। ভোররাত চারটে পনেরো নাগাদ আইসক্রিমের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সময় স্থানীয় এক ট্যাক্সিচালক প্রথমে দেখে।খবর যায় দমকল কেন্দ্রে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। ঘন জনবসতিপূর্ণ এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায়।আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আগুন কেষ্টপুরের আইসক্রিম কারখানায়, আতঙ্ক
সোমবার,২৭/০৮/২০১৮
728
বাংলা এক্সপ্রেস---