পশ্চিম মেদিনীপুর: ৫০নং ব্যাটেলিয়ন এর হেডকোয়ার্টার লালগড়ে প্যারামেলাটারী তে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিলাপ এবং পরীক্ষার জন্য অনলাইন সহায়াতা কেন্দ্র খুলা হয়েছে যার শুভউদ্ঘাটন করেন কমান্ডেন্ট শ্রী বজরং লাল এবং ৫০ ব্যাটালিয়ান এর অনন্যা অধিকারীরা। লালগড় এক সময় মাওবাদী কা গড় বলে সবাই জানতো কিন্তু সময় এর সাথে সাথে এখান কার CRPF এর লাগাতার জঙ্গল অভিযান এবং গ্রুপ পেট্রোলিং এর কারণ মাওবাদী দের পায়ের নিচে জমিন চলে যাই ।আর এই কারণ ভারত সরকার দ্বারা প্যারামিলিটারি তে ৫৪৯৫৩ এর জন্য ভর্তি বেরিয়েছে । জাতে এখান কার বা জঙ্গল মহল এর ছেলে মেয়ে রা বেশি করে আবেদন এব ভর্তি হতে পারে তার জন্য অনলাইন ফর্ম ফিলাপ । এবং ট্রেনিং দেবার সুবন্দোবস্ত করা হয়েছে জাতে এখানকার ছেলে মেয়ে দের কোনো রকম অসুবিধা না হয় এবং বেশি করে সুযোগ পায় ।
লালগড়ে CRPF -এর ৫০নং ব্যাটেলিয়ন এর উদ্যোগে অনলাইন সহায়াতা কেন্দ্র
সোমবার,২৭/০৮/২০১৮
592
বাংলা এক্সপ্রেস---