সামনে বড় ম্যাচ তার আগেই চাপে ইস্টবেঙ্গল। পেন ওরজী দের হারাতে রীতিমত কাল ঘাম ছুটল সুভাষ ভৈমিকের ছেলেদের। ইস্টবেঙ্গল সমর্থক দের কপালে চিন্তার ভাজ। গোটা ম্যাচে মাত্র ১ টি গোল।তাও আবার পেনাল্টি থেকে।বুধবার ইস্টবেঙ্গল এর মুখোমুখি জর্জ টেলিগ্রাফ। তবে এদিন মাঠে পারফরমেন্স দেখে হতাশ সমর্থকরা। এখন অনেক প্রশ্ন দানা বাধছে লালল হলুদ শিবিরে।তবে যাই হোক ডার্বি কড়া নাড়ছে!! সুভাষ কি পারবে সমর্থক দের স্বপ্ন পুরন করতে সেটাই এখন দেখার।।
ডার্বির আগে চিন্তার ভাজ লাল হলুদ শিবিরে
রবিবার,২৬/০৮/২০১৮
697
বাংলা এক্সপ্রেস---