স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে


শুক্রবার,২৪/০৮/২০১৮
545

বাংলা এক্সপ্রেস---

ক্যানিংঃ এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠলো স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। নিহতের নাম সুমিত্রা নায়েক, । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার আন্ধারিয়া গ্রামে। মারধোরের পর জোর করে সুমিত্রাকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সুব্রত গায়েন ও শ্বশুরবাড়ির বাকী সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় ঐ গৃহবধূকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় তার। এই ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির বাকী সদস্যরা সকলেই পলাতক। স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় ও বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে অস্বীকার করার কারণে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

বছর তিনেক আগে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার দক্ষিণ ঘোলার বাসিন্দা সুব্রত গায়েনের সাথে বিয়ে হয় ক্যনিং থানার আন্ধারিয়া গ্রামের বাসিন্দা সুমিত্রা নায়েকের। বিয়ের পর এক বছর সবকিছু ঠিকঠাকই চলছিল। অভিযোগ বছর খানেক পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। সুব্রত নিজে সেভাবে কোন কাজ করতো না, উল্টে মদ, গাঁজা এমনকি জুয়া ও খেলতো। এই নিয়েই সংসারে অশান্তি শুরু হয়। এর পাশাপাশি একটি বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়ে সুব্রত গায়েন। এই বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করলে স্ত্রীর উপর শুরু হয় অমানশিক অত্যাচার। কিছুদিন আগেও স্ত্রীকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ সুব্রতর বিরুদ্ধে। স্বামীর পাশাপাশি শ্বশুর প্রশান্ত গায়েন, শাশুড়ি কল্পনা গায়েন ও দেওর শুভঙ্কর গায়েনের বিরুদ্ধে ঐ গৃহবধূকে অত্যাচারের অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের লোকেরা। এ বিষয়ে ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা। তবে ঐ গৃহবধূর মৃত্যুর পর থেকেই পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির বাকী সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট