আর কোন নদীর নামে


শুক্রবার,২৪/০৮/২০১৮
1694

আপ্পি হ্যান্স---

আর কোন নদীর নামে

বিস্মৃত পথে হাঁটতে হাঁটতে হয়েছি ক্লান্ত
একটা স্বপ্ন ছুঁতে চেয়েছিলাম,
অনির্বাহী নদীর মত আগ্রহ হারিয়ে এখন
নুড়ি পাথরের দেশ গড়েছি,

কমে আসে জলের তল- এই গ্রীষ্মে
তপ্ত দুপুর বলে চেনা মাছেরা পরিযায়ী হয়।
তবু ফিরে যেতে চায় চোখ-
সেইসব তোলপাড় শ্রোতের মায়ায়
সেই উজানের ঢেউ, নীল তরী রাত পাড়ি
আর অলৌকিক স্বর্ণকমল ভরা জলের আয়নায়
যেভাবে হারিয়ে ফেলতাম নিজেকে
সমস্ত পিপাসা পরিবর্তিত হয়ে যেত প্রেমে!

বিষাদের বিধিগত চোখে বহুদিন ঘুম নেই-
উদাসীন আকাশ দেখে ছবি আঁকিনা আর
বহুদিন আলোহীন সৈকত–

তোমাকেও ডাকিনা আর কোন নদীর নামে।

আপ্পি হ্যান্স

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট