২৬ আগস্ট গঙ্গা বক্ষে আয়োজিত হতে চলেছে বিশ্বের দীর্ঘতম ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা


শুক্রবার,২৪/০৮/২০১৮
679

বাংলা এক্সপ্রেস---

বহরমপু: আগামী রবিবার ২৬ আগস্ট মুর্শিদাবাদ জেলা সুইমিং অ্যাসোসিয়েশানের উদ্যোগে গঙ্গা বক্ষে আয়োজিত হতে চলেছে বিশ্বের দীর্ঘতম ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা। ৭৫ তম বর্ষে ৮১ কিমি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে  দেশ-বিদেশের ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

আর্জেন্টিনা, সুইডেন, স্পেন, থাইল্যান্ড ও বাংলাদেশের প্রতিযোগীরা রয়েছেন এই প্রতিযোগিতায়। আহিরন ঘাট থেকে ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গোরাবাজার উমাসুন্দরী ঘাটে শেষ হবে। অন্যদিকে ১৯ কিমি সাঁতার প্রতিযোগিতায় ৩৯ জন পুরুষ ও ১৫ জন মহিলা অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান অ্যাসোসিয়েশানের সেক্রেটারী দেবেন্দ্রনাথ দাস। 

https://youtu.be/29Z-zKYj8rU

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট