বহরমপুরে পচা দই নিয়ে ধুন্ধুমার


শুক্রবার,২৪/০৮/২০১৮
737

বাংলা এক্সপ্রেস---

বহরমপুর: গত দুদিন থেকেই একটি পচা দই এর ভিডিও রীতিমতো সোশাল মিডিয়াই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে উঠে এসছে বহরমপুর শহরের একটি নামী দামী মিষ্টান্ন ভাণ্ডারের নাম। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তৎপর প্রশাসন মহল। তদন্তে নেমেছে বহরমপুর পৌরসভার বিশেষ তদন্তকারী টিম। দুদিন থেকেই একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সমগ্র সোশাল মিডিয়া জুড়ে।

ছবিতে দেখা যায়, প্যাকেং করা কয়েকটি দই এর হাড়ি, যে গুলো নষ্ট হয়ে ছাতা পরে গেছে। আর ঘটনাচক্রে দই এর হাড়ি গুলির উপরে দেখা যায় বহরমপুর শহরের একটি নামী মিষ্টির দোকানের নাম। ভিডিওটি ঘিরে চাঞ্চল্য ছড়াই সাধারণ মানুষের মধ্যে। আর তার জেরেই নড়ে চড়ে বসেছে বহরমপুরের প্রশাসন। বৃহস্পতিবার, বহরমপুর পৌরসভার উপ-পৌরপিতা জয়ন্ত প্রামাণিক সহ একাধিক তদন্তকারী দল সেই দোকানে গিয়ে দোকানের সমস্ত খাবার, কারখানা সব জায়গায় খতিয়ে দেখলেন দীর্ঘক্ষণ ধরে। উল্লেখ্য ঘটনাটি ঘটেছিল গত ২২শে আগষ্ট একটি অনুষ্ঠান বাড়িতে। ঘটনায় স্বভাবতই কপালে ভাঁজ ফেলেছে দোকান মালিকের।

https://youtu.be/P4OIeWjVSnU

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট