ঘর শত্রু বিভীষণের জন্য বিজেপির হাতছাড়া হল কুলতলির গ্রাম পঞ্চায়েত


শুক্রবার,২৪/০৮/২০১৮
615

বাংলা এক্সপ্রেস---

কুলতলি: দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রায় জায়গায় যখন গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করার রাস্তা পরিষ্কার বিজেপির ঠিক সেই মূহূর্তে লোভ,লালসা থেকে নিজেদের কে সংযত না রাখতে পেরে তৃণমূল কংগ্রেসের সাথে কয়েকজন বিজেপির টিকিটে জয়ী প্রাথী তৃনমূল কংগ্রেস কে সমর্থন করে পঞ্চায়েত বোর্ড গঠন করলো দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলি ব্লকের জালাবেড়িয়া ২ নং গ্রামপঞ্চায়েত। উল্লেখ্য সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ঐ পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে বিজেপি ৩,সিপিএম ৬ এবং টিএমসি ৫ টি করে আসনে জয়লাভ করে। বিজেপি দলীয় সুত্রে জানা দলীয় নির্দেশ উপেক্ষা করে গত বৃহষ্পতিবার রাতে বিজেপির টিকিটে জয়ী তিন সদস্য মন্ডল সভাপতি খোকন বনিক,সুমিত্রা সরদার,ও মাধবী মহলদার রা তণৃমূল কংগ্রেস কে সমর্থন করে পঞ্চায়েত বোর্ড গঠন করেন।সুমিত্রা সরদার উপপ্রধান নির্বাচিত হন।

যদি শেষ পর্যন্ত দলের সাথে বিশ্বাস ঘাতকতার জন্য খোকন বনিক কে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে বিজেপির দলীয় সুত্রে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট