এলাকার দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত লিলুয়া


শুক্রবার,২৪/০৮/২০১৮
420

বাংলা এক্সপ্রেস---

এলাকার দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত লিলুয়ার কোন হাই রোড চত্বর । ভাংচুর করা হয় বেশ কয়েকটি দোকান আহত দুই দলের বেশ কয়েকজন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনস্থলে পৌঁছায় লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী । দুই দলের সংঘর্ষে বন্ধ হয়ে যায় যান চলাচল । অভিযোগ বালি যোগাচা ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য ও পাঞ্চেত সমিতির সভাপতির দলবলের বিরুদ্ধে ।

এই ঘটনায় গুরুতর আহত হয় চারাইল পাঞ্চেত সমিতির কর্মদক্ষ উর্মিলা বারুইয়ের স্বামী. মারামারিতে মাথা ফাটে তার । লিলুয়া থানায় দুই তরফেই অভিযোগ করা হয়েছে । তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । এলাকার বেবসায়ীদের অভিযোগ এলাকার দোকান থেকে কে মাসোয়ারা আদায় করবে তা নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল । বৃহস্পতিবার রাতে তা চরমে ওঠে, এমনকি বেশ কয়েকজন দোকানদারকেও মারধর করা হয় বলে জানিয়েছেন তারা ।

https://youtu.be/jw_ZHW9X76E

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট