নেতাজি বিদ্যায়তন হাই স্কুলে দুষ্কৃতী তাণ্ডব


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
471

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: দাসনগর থানার অন্তর্গত নেতাজি বিদ্যায়তন হাই স্কুলে গতকাল রাতে বেশ কয়জন দুষ্কৃতী তাণ্ডব চালায় । একটি স্কুলও ক্লাবে আগুন ধরিয়ে দেয় স্কুলের ফাইলপত্রে। গতকাল রাতে হাওড়া দাসনগর থানা অন্তর্গত বেনারস রোডে একটি হাইস্কুলে বেশ কয়েকজন দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাণ্ডব চালায় এবং বেশ কিছু কাগজপত্র আগুন লাগিয়ে দেয় কম্পিউটার ভাঙচুর করে আজ সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে ধোঁয়া দেখতে পেয়ে স্কুলের হেডমাস্টার কে ফোন করে এবং দাস নগর থানা পুলিশকে ফোন করেন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে ।

স্কুলে প্রধান শিক্ষক ভোলানাথ কিশোরী অভিযোগ ওই এলাকায় আগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালাতে সেটা বেশ কিছুদিন বন্ধ ছিল আমার অনুমান আলমারির মধ্যে স্কুলের বেশ কিছু টাকা রাখা ছিল সেটা খবর পেয়ে ওরা স্কুলে চুরি করতে আসে। ভাঙচুর চালায় বেশ কিছু কাগজপত্র পুড়িয়ে দেয় এর পাশাপাশি একটি পাশে ক্লাবে ওরা ঢুকে ভাঙচুর চালায় স্কুল কর্তৃপক্ষ থেকে একটি দাস নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে।

https://youtu.be/PtJY1Bj5AJk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট