কোন্নগর কালীতলার বাসিন্দা, পার্টি দরদী, মাননীয় দেবরঞ্জন দাশগুপ্ত কমরেড সুদর্শন রায় চৌধুরীর হাতে কেরালায় বন্যা দুর্গতদের সাহায্যে ১৫০০০ টাকা তুলে দিলেন। কোন্নগর এরিয়া কমিটির দপ্তরে এসে এই টাকা তুলে দেন। এছাড়া উপস্হিত ছিলেন প্রবীন পার্টি নেতা বাসুদেব ইন্দ্র, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ন চট্টোপাধ্যায়, কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, পার্টি নেতা পুলক চক্রবর্তী, মৃনাল কান্তি দাস ও অন্যান্যরা।
কেরালায় বন্যা দুর্গতদের সাহায্যে ১৫০০০ টাকা
বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
424
বাংলা এক্সপ্রেস---