নবান্ন সভাঘরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, শুরু বৈঠক


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
666

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আজ ২৩ অগস্ট নবান্ন সভাঘরে বৈঠক। বৈঠক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বৈঠকে ডাকা হয়েছে পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দফতর, খাদ‍্য ও সরবরাহ দফতর, কৃষি দফতর, কৃষি বিপনন দফতরের মন্ত্রী ও আধিকারিকদের। ডাকা হয়েছে সব জেলার জেলাশাসক ও জেলা পরিষদের সঙ্গে যুক্ত অতিরিক্ত জেলা শাসকদের। মুখ্যমন্ত্রী, মুখ‍্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ এই চারটি দফতরের সচিবরাও। এছাড়াও ডাকা হয়েছে দু-একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর আধিকারীকদের। এই বৈঠক থেকেই মূলতঃ সদ‍্য গঠিত পঞ্চায়েত এর কাজ এর লক্ষ্য মাত্রা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী।

https://youtu.be/KT47djkPjiA

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট