অচল টলিউড, জট কাটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
983

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: গত কয়েক দিন ধরে কাজকর্ম শিকেয় উঠেছে টলিউডে। বন্ধ শ্যুটিং।টলি পাড়ার জট কাটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল রাজ্যের মুখ‍্যমন্ত্রীকেই। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে বিবাদমান দুই গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ‍্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রী অরুপ বিশ্বাস, তথ‍্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ও ওই দফতরের প্রধান সচিব বিবেক কুমার। উপস্থিত থাকবেন আর্টিষ্ট ফোরাম, প্রযোজক সংগঠন ও টেকনিশিয়ান সংগঠনের প্রতিনিধিরাও। প্রসঙ্গত, বিবাদের ফলে টলি পাড়ায় প্রায় সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ হয়ে আছে। অবস্থা এমন যে সিনেমার শ্যুটিং ও বন্ধ হ‌ওয়ার জোগার। ফলে জট কাঁটাতে বৃহস্পতিবার সকালেই অরুপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ও বিবেক কুমারের উপস্থিতিতে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে কতটা সমাধানসূত্র বের হবে তা নিয়ে সন্দিহান ছিলেন কেউ কেউ। তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হচ্ছে বলে মনে করছেন টলিউডের অনেকেই ।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট