হাওড়া: হাওড়া জেলার উলুবেড়িয়া থানার উলুবেড়িয়া স্টেশন এলাকায় কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। সাহায্য ও সহযোগিতা করতে অর্থ সহায়তা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এস ইউ সি আই সি র নেতা কর্মী সমর্থকরা। আপামোর জনসাধারণ অংশগ্রহণ করছেন যে যার সাধ্য মতো কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চলেছেন এস উই সি আই সি র নেতা ও নেত্রী নিখিল বেরা ও মিনতী সরকারের নেতৃত্বে।
বন্যা দুর্গতদের পাশে এস ইউ সি আই সি
বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
592
আক্তারুল খাঁন---