রায়পুর: ছত্তীশগড়ের নতুন রাজধানী হতে চলেছে অটলনগর!বর্তমান রাজধানী নয়া রায়পুরের নাম বদলে এই নামকরণ করা হবে। এবিষয়ে বিজেপি শাসিত ছত্তীশগড় রাজ্য কেবিনেটে প্রস্তাব অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী রমন সিং মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জানান,বর্তমান রাজধানী নয়া রায়পুর কে ১০,০০০ কোটি টাকা ব্যায়ে আধুনিক স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হবে। যার নতুন নাম হবে অটলনগর।
সদ্য প্রয়াত বিজেপি সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির প্রতি শ্রদ্ধা জানিয়ে অটলনগর নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে ৫ একর জমির উপর ‘অটল স্মারক’ তৈরি করবে বর্তমান বিজেপি শাসিত ছত্তীশগড় সরকার। এছাড়াও বিলাসপুর বিশ্ববিদ্যালয় ও রাজনন্দগাঁও মেডিকেল কলেজের নাম অটল বিহারির নামে করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যের রাজধানীসহ ২৭ টি জেলার সদরেও বসানো হবে অটল মূর্তি।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ