দেগঙ্গা: প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার জমাত অনুষ্ঠিত হল দেগঙ্গার ফ্রন্টপেজ একাদেমিতে। এখানে শিশু ছাত্রদের সঙ্গে নামাজ আদায় করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জান।নামাজ শেষে ছাত্র,অবিভাবক,শিক্ষক ও শুভান্যুধায়িদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতির কল্যাণ ও দেশ গঠণে ভূমিকা নেওয়ার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি। কেরালার বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ প্রদানের কথাও বলেন তিনি। কামরুজ্জামান বলেন,তারা আজ বড় অসহায়,তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য।