এশিয়ান গেমসে পদক লাভ করল ভারত


বুধবার,২২/০৮/২০১৮
712

বাংলা এক্সপ্রেস---

এই দিন পুরুষ দের পঞ্চাশ মিটার রাইফেল ইভেন্ট এ রুপো পেলেন সঞ্জীব রাজপুত! তার সবমিলিয়ে স্কোর ৪৫২.৭! এই নিয়ে এশিয়ান গেমিসে আট নম্বর পদক পেল ভারত। এশিয়ান গেমসে শুটার হিসাবে তিনি এই খেতাব লাভ করেছেন। শুধু তাই নয় ভারতের হয়ে রুপো লাভ করেছে।গর্বিত করেছে ভারতবাসীকে। ৫০ মিটার রাইফেলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসাবে তৃতীয় স্থানে শেষ করলেন।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট