কুরবানী ঈদ উপলক্ষে চুঁচুড়া’র কারবালায় বিশেষ নামাজ পাঠ


বুধবার,২২/০৮/২০১৮
760

সুমন করাতি---

হুগলী : আজ সকালে পবিত্র ঈদ উপলক্ষে চুঁচুড়ার কারবালা মসজিদে অনুষ্ঠিত হলো এক বিশেষ বিশেষ নামাজ পাঠ। প্রায় হাজার এর কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় জমান এখানে, আল্লাহ’র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও প্রার্থনা করেন। নামাজ পাঠে অংশ নেন চুঁচুড়া’র বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ-পৌরপ্রধান অমিত রায়, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সভাপতি বিভূতি দাস সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। আজকের এই বিশেষ নামাজ পাঠ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুক্তি মুহাদ্দস আলহাব জনাব মহাদদূর আমাম।

https://youtu.be/Zn4UPraS-YE

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট