সাগরদিঘীঃ মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে সাগরদিঘী থানার মনিগ্রাম বটতলা এলাকায়। এদিন বিকেলে সাদ্দাম সেখ(১৬) এবং বিল্টু সেখ(১৯) নামে দুই মামা ভাগ্নে সাগরদিঘী কাবিলপুর মামার বাড়ি থেকে সাগরদিঘী জালিবাগান খোদারামপুর নিজের বাড়ির দিকে আসছিল। সাগরদিঘী থানার মনিগ্রাম বটতলা এলাকায় আসতেই বাইকের গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে একটি পোলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুইজনে ছিটকে পড়ে রাস্তার উপরে। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জঙ্গীপুর হাসপাতাল ভর্তি করে। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত যুবকেরা মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল এবং তাদের মাথায় কোন হেলমেট ছিল না।
বাইক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন
বুধবার,২২/০৮/২০১৮
624
বাংলা এক্সপ্রেস---