উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর দেশী বিদেশী মদ সহ ধৃত ৪১ জন। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ধৃত দুইজনকে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে দুই মদ বিক্রেতা ও ৩৯ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় প্রচুর বেআইনি মদ। রাতেই ব্যাক্তিগত জামিনে ৩৯জনকে ছেড়ে দেওয়া হয়। তবে দুর্গানগর এলাকার প্রীতম দেব ও কলেজ মোড় এলাকার নৃপেন শীল এই দুজনকে এদিন আদালতে পাঠানো হয়েছে। শহর জুড়ে বেআইনি মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে বলে ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর দেশী বিদেশী মদ সহ ধৃত ৪১ জন
বুধবার,২২/০৮/২০১৮
572
বাংলা এক্সপ্রেস---