কলকাতা: গত তিন বছর ধরে অনেক টালবাহানার পরও হিন্দু হোস্টেল না পাওয়ায় অবস্থানে অনড় প্রেসিডেন্সিরর পড়ুয়ারা। বুধবার ১৯ দিনে পা দিল অবস্থান।এরপরও অবস্থানে অনড় প্রেসিডেন্সির পড়ুয়ারা। হিন্দু হোস্টেলের মেরামতির কাজ সম্পূর্ণ করে তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন বলে জানান প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া। তবে হোস্টেল না পাওয়ায় ৩রা আগস্ট থেকে অবস্থানে বসেন পড়ুয়ারা। তবে কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয় ৪-৫ মাস পর দেওয়া হবে হোস্টেল। কর্তৃপক্ষ তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে মনে করছেন পড়ুয়ারা। ক্যাম্পাসের মেন বিল্ডিংয়েই হিন্দু হোস্টেল উঠিয়ে এনেছে তারা। তাদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও। তবুও মাননীয়া উপাচার্য বা কর্তৃপক্ষের কেউ আমাদের খোঁজও নেন নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে উপাচার্য ক্যাম্পাসেই আসেন নি বলেও অভিযোগ। পড়ুয়াদের ববক্তব্য, যখন কর্তৃপক্ষ দোষ চাপাচ্ছেন পি ডব্লিউ ডি-র ওপর, তখন শিক্ষামন্ত্রী বলছেন, কোনো দোষ নেই, দোষ কর্তৃপক্ষের। ফলে সমস্যা একই তিমিরেই রয়ে গেছে।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ