শীঘ্রই চালু হবে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক


মঙ্গলবার,২১/০৮/২০১৮
777

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দক্ষিণেশ্বর পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে শীঘ্রই চালু হতে চলেছে স্কাই ওয়াক। মঙ্গলবার স্কাই ওয়াক-এর কাজ খতিয়ে দেখতে দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়। স্কাই ওয়াকের কাজ প্রায় শেষের পথে। এখন যুদ্ধকালীন প্রক্রিয়ায় চলছে কাজ সম্পূর্ণ করার তৎপরতা। স্কাই ওয়াক চালু হয়ে গেলে পুণ্যার্থীদের দক্ষিণেশ্বর মন্দিরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন।থাকবে না দুর্ঘটনা ঘটার কোনরকম ভ্রূকুটি। সেই সঙ্গে যানজটও দূর হবে। উল্লখ্য, দক্ষিণেশ্বর এলাকায় দিনের অধিকাংশ সময় যানজটে নাকাল হয়ে থাকে। যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় যানবাহন থেকে নিত্যযাত্রীদের। মন্ত্রী বলেন, “এই স্কাই ওয়াক চালু হলে ওই এলাকায় যান চলাচলে গতি আসবে। সেই সঙ্গে পূর্ণ হবে মানুষের বহু দিনের দাবি।”

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট