দুদিন নিখোজ থাকার পর এক আদিবাসি মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য


মঙ্গলবার,২১/০৮/২০১৮
597

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: দুদিন নিখোজ থাকার পর এক আদিবাসি মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পাড়ল গ্রামে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশী তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপান করেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মাস খানেক আগে চাকুলিয়া থানার ঝাড়বাড়ির আদিবাসি বৃদ্ধা বোর্কি সরেন বাপের বাড়ি পারল গ্রামে এসেছিল। গত দুদিন যাবদ বাড়ি থেকে নিখোজ হয়ে যায় বোর্কি। বহু খোজাখুজির পর তাদের কোন সন্ধান পাওয়া যায় নি।আজ সকালে পারল গ্রামে রাস্তার ধারে জলাশয়ের মধ্যে তার দেহ ভাষতে দেখে গ্রামবাসিরা। দেহ জল থেকে তুলে পুলিশ কে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে চাকুলিয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। দেহ পাশ থেকে একটি ড্রাম এবং একটি লাঠি উদ্ধার হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট