মিনাখাঁয় শিক্ষকদের ই-লার্নিং প্রশিক্ষণ


মঙ্গলবার,২১/০৮/২০১৮
554

হাবিব উল ইসলাম---

মিনাখাঁ: আর ক্লাসরুমে চক ডাস্টার নয় । এবার হবে স্মার্ট ক্লাস । এবার ক্লাসে শিক্ষকরা প্রোজেক্টরের সাহায্যে ছাত্রছাত্রীদের পড়াবেন । আই এল এন্ড এফ এস এডুকেশন ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামনপুকুরিয়া এস এম এম হাইস্কুলে শিক্ষকদের ই-লার্নিং প্রশিক্ষণ হয়ে গেল । চার দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ শিবিরে মিনাখাঁ ও সন্দেশখালি ব্লকের নয়টি স্কুলের নব্বই জন শিক্ষকশিক্ষিকা স্মার্ট ক্লাসের পড়ানোর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ নেন । জেলিয়াখালি স্কুলের শিক্ষক মসিবর রহমান , বামনপুকুর হাইস্কুলের উদয় তরফদার সহ অনেকেরই অভিমত, ক্লাসে প্রোজেক্টরের সাহায্যে পড়ানোর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে । এতে পড়ানোর বিষয়টি যেমন তারা সহজেই বুঝতে পারবে , তেমনি ক্লাসের প্রতিও তারা অত্যন্ত মনোযোগী হবে বলে শিক্ষক শিক্ষিকারা মনে করেন ।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট