পশ্চিম মেদিনীপুর: রাজ্য পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা। এআরসি র সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা অন্তর্গত বালিচক ব্লকের মা ঙ্গানাম্মা আশ্রমের আবাসিক ছাত্রী ও সহযোগি দের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মা ঙ্গানাম্মা আশ্রমের বড়ো,মেজ সিস্টার ও কয়েকজন অভিভাবক ও আভিভাবিকা সহ শিক্ষানুরাগী মানুষজন। এক ভাবগম্ভির অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় আবাসিক ছাত্রীদের।এআরসি র কর্মকর্তা সোহীনি দত্ত ও সাথী সহযোগিরা জানালেন যে বর্ষ ব্যাপী দুঃস্হ মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষা সামগ্রী, শুকনো খাবার সাধারণ বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে রাজ্যের বিভিন্ন স্থানের আশ্রম,মিশন, সংস্হায়। তাদের আবাসিকদের মধ্যে আমার সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই অসাধারণ কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সমাজের সকলেরই সহযোগিতা কামনা করছি। মা ঙ্গানাম্মা আশ্রমের বড়ো সিস্টার জানান “আমাদের আশ্রমে সমাজের বিভিন্ন স্তরের দুঃস্হ মেধাবী শিক্ষার্থীরা এখন কার আবাসিক, এআরসি র সহযোগিতা স্মরনীয় হয়ে থাকবে। আগামী দিনে আরো বেশি বেশি করে আবাসিকরা সহযোগিতা পাবে আশারাখি।”
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ