ঝাড়গ্রাম: বাড়ির কলাগাছ থেকে ক্যামেলিয়ান উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রামে। রগড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের বাড়ির কলাগাছের উপর এই গিরগিটি প্রজাতির প্রানিটির উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এইদিন বাড়ির কাছে কলাগাছে এই ক্যামেলিয়ান দেখতে পায় সঞ্জয় বাবুর মেয়ে প্রীতি দাস। তারপরই এটা রং পরিবর্তন দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিরল এই প্রানিটিকে দেখতে ভীড় সৃষ্টি হয়। বনদপ্তরে খবর দিলে সেটিকে উদ্ধার করে সংরক্ষণের জন্য পাঠানো হয়।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ