কলকাতা: আগামী ২৩ আগষ্ট অগুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে নবান্নের সভাঘরে। মুখ্যমন্ত্রীর আহ্বানে বৈঠকে থাকছেন রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা।
২৩ অগস্ট নবান্ন সভাঘরে বৈঠক। বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হল পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দফতর, খাদ্য ও সরবরাহ দফতর, কৃষি দফতর, কৃষি বিপনন দফতরের মন্ত্রী ও আধিকারিকদের। ডাকা হয়েছে সব জেলার জেলাশাসক ও জেলা পরিষদের সঙ্গে যুক্ত অতিরিক্ত জেলা শাসকদের। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ এই চারটি দফতরের সচিবরাও। এছাড়াও ডাকা হয়েছে দু-একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর আধিকারীকদের। এই বৈঠক থেকেই মূলতঃ সদ্য গঠিত পঞ্চায়েত এর কাজ এর লক্ষ্য মাত্রা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ