অসম ইস্যুতে ৩০ আগষ্ট রাজভবন অভিযানের ডাক


মঙ্গলবার,২১/০৮/২০১৮
683

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাষ্ট্রীয় নাগরিক পঞ্জির তালিকায় নাম নেই অসমের ৪০ লক্ষেরও বেশি বাসিন্দার।এর জেরে অসমে মৃত্যু মিছিল শুরু হয়েছে। কলকাতায় এসে এমনই অভিযোগ করলেন অসমের নাগরিক তথা অসম নাগরিক মঞ্চের অন্যতম কর্তা সাধন পুরকায়স্থ। সোমবার অতীন্দ্রনাথ দাস এস্টেটের পক্ষ থেকে শ্যামলী দাসের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে অসমের নাগরিক সাধন পুরকায়স্থ, বিজয় চক্রবর্তী সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁদের অভিযোগ, অসমে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। নাগরিক পঞ্জি তালিকায় নাম না ওঠায় অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ভয়ে আন্দোলন পর্যন্ত সংগঠিত করা যাচ্ছে না।

অতীন্দ্রনাথ দাস এস্টেটের প্রধান শ্যামলী দাস অসমে নাগরিক পঞ্জি তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি জানান একজনকেও উচ্ছেদ করা যাবে না।

অসমের এই বিশাল সংখ্যক মানুষের নাম নাগরিক পঞ্জির তালিকা থেকে বাদ পড়ার প্রতিবাদে আগামী ৩০ আগষ্ট রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওইদিন অসম ভবন থেকে মিছিল করে রানি রাসমনি রোডে সভারও আয়োজন করা হয়েছে। রাজ্যপালকে ডেপুটেশনও দেওয়ার কর্মসূচী নিয়েছে তারা।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট