সুতিঃ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার নয়াবাহাদুর গ্রামে। জমি সংক্রান্ত বিবাদের জেরে কাকার ছেলেকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে। আহত যুবক নবাব শেখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সেলিম সেখ নামে ওইব্যক্তি বিএসএফের কর্মরত। গত কয়েকদিন আগে সেলিম সেখ ঈদের জন্য বাড়িতে আসে।
প্রতিবেশী কাকার ছেলে আহত নবাব সেখর সাথে জমি সংক্রান্ত বিবাদের জেরে সোমবার সকালে দুইপক্ষের বচসা বাধে। সেই বচসা থেকে হাতাহাতি তারপর অভিযুক্ত সেলিম সেখ বাড়িতে গিয়ে বন্ধুক নিয়ে এসে পরপর ৪ রাউন্ড গুলি চালায়। তার মধ্যে এক রাউন্ড গুলি নবাব সেখের বুকের বাম দিকে লাগে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে নবাব সেখ। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত সেলিম সেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা আহত নবাব সেখকে তড়িঘড়ি জঙ্গীপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সুতি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সেলিম সেখ সহ ৫জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিস।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ