এশিয়ান গেমসে চতুর্থ পদক পেল ভারত


সোমবার,২০/০৮/২০১৮
786

বাংলা এক্সপ্রেস---

এশিয়ান গেমসে ভারতের হয়ে যারা প্রতিযোগিতা করছে, তাদের প্রতিভায় মুগ্ধ দেশবাসী। পুরুষ দের হয়ে রুপো জিতলেন ভারতের শুটার শেওরান। ৪৫ এর মধ্যে ৩৯ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে শেষ করেছেন তিনি। এর আগে রুপো জিতেছিলেন দীপক কুমার।অন্যদিকে ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন ভীনেশ। সব মিলিয়ে এশিয়ান গেমসে ভারতের হয়ে এই সকল প্রতিভাবান রা উজ্জ্বল করেছে ভারতের মুখ। একের পর এক গেমসে তাদের দক্ষতা প্রকাশ পাচ্ছে এশিয়ান গেমসে।শুধু তাই নয় অনেকে রুপো দাবিদার আবার ভারতের হয়ে ফাইনালে উঠেছে,। আবার রয়েছে অনেকে স্বর্ন পদকের দাবিদার।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট